ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেল

নিয়ে নিন DU Speed Meter 6.20 Full আর লাইভ দেখুন নেটের গতি



আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে ভালই আছি,

আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম DU Speed Meter 6.20,
এটা আপনারা আপনাদের ইচ্ছেমত সিরিয়াল কি দ্বারা রেজিস্টেশন করে ক্র্যাক করে নিতে পারবেন,

১) এখান থেকে DU Speed Meter 6.20 এর Zip ফাইলটি ডাউনলোড করে ইনেষ্টল করে নিন,



২) DUMeter ইনেষ্টল হয়ে গেলে রেজিস্টেশন করার আগে Open করবেন না,



৩) DUMeter Crack ফোল্ডার থেকে DUMeterSvc  এবং DUMeter ফাইলদুইটি Copy করে,
C:\ Program Files (x86)\ DU Meter ফোল্ডারে Paste করুন




৪) DUMeter Open করে আপনার পছন্দমত Settings ঠিক করে নিন,



৫) Taskbar থেকে DUMeter স্কিন এর উপর রাইট বাটন ক্লিক করে Register ক্লিক করুন,



৬) আপনার পছন্দ মত ইউজারনেম আর সিরিয়াল নাম্বার বসিয়ে নিন,




কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান.........।।।

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

ঢাকাই ছবিতে অভিনয় করবেন টালিউডের শুভশ্রী

পূর্বে ঢাকাই, টালিউডের (দুই বাংলার) যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল বাংলা চলচ্চিত্র, কিন্তু এবার সম্পূর্ণ বাংলাদেশি প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি



তার সাথে জুটি বেঁধে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক বাপ্পি, ওয়াজেদ আলি সুমন পরিচালিত সিনেমাটির নাম স্বর্গীয় প্রেম...।।
এর আগে বাংলাদেশ এবং কলকাতার যৌথ প্রযোজনায় "আমি শুধু চেয়েছি তোমায়" ছবিতে অভিনয় করেন এই নায়িকা...।।

এসম্পর্কে ছবির পরিচালক জানান, "আমরা এই ছবির কাজের জন্য শুভশ্রী'র সাথে কথা সম্পূর্ণ পাকাপাকি করে পেলেছি, শুভশ্রী'ও আমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, চলতি মাসের ১৯তারিখে কলকাতায় গিয়ে লিখিতভাবে চুক্তিবদ্ধ করব,
এই ছবিতে অনেক বাজেট রেখেছি, নতুন নতুন চমক থাকবে"

ডিজিটাল মুভিজের পরিচালনায় ছবিটি নির্মিত হবে...।।

সূত্রঃ bd24live.com

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

খুব সহজেই আপনার ব্লগে/সাইটে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করে নিন


Youtube Logo

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও প্লেয়ার আপনাদের ব্লগে এড করবেন


  • ১) যে ভিডিও টি ব্লগে এড করবেন সেটি ওপেন করুন,
  • ২) ভিডিওটির উপর মাউস নিয়ে মাউস এর রাইট বাটন ক্লিক করুন,



খুব সহজেই আপনার ব্লগে/সাইটে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করে নিন

  • ৩) “Get embed code” এ ক্লিক করুন,


খুব সহজেই আপনার ব্লগে/সাইটে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করে নিন


  • ৪) Code টুকু কপি করুন,


খুব সহজেই আপনার ব্লগে/সাইটে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করে নিন


  • ৫) Code গুলো  HTML Code, এগুলো HTML মোডে পেষ্ট করুন,

খুব সহজেই আপনার ব্লগে/সাইটে ইউটিউব ভিডিও প্লেয়ার এড করে নিন

পোষ্টটি পাবলিশ দিলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিওটি পেজে শো করছে,

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান।


আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,

ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সেরা ৫ জন অভিনেতা




হলিউড সিনেমা ইন্ডাস্ট্রির পর সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হল বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি, মানে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির।
পৃথিবীর প্রায় সব দেশেই তাদের সিনেমা ব্যবসা করছে,
জনপ্রিয়তায় ও পিছিয়ে নেই তাদের সিনেমা, কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে আছে এই সিনেমার মধ্যে,
বলিউড সিনেমার অভিনেতাদেরও রয়েছে প্রচুর পারিশ্রমিক,
বলিউডে তেমন সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া পাঁচ তারকার কথা জানবো আজ, যদিও পাঁচ জনের মধ্যে তিনজনই হচ্ছেন খান।




সালমান খান: বলিউড সিনেমায় দাবাং খান (সালমান খান) উপস্থিত মানে ই ছবি হিট, তার ভক্ত ছাড়াও সবাই এটা মানেন।
কারন গত কয়েক বছরে সালমান খান অভিনীত সব ছবি ই ব্যবসায়িক ভাবে হিট হয়েছে।
তার কারনে ই হয়তো এই হিরো বি-টাউনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।
সালমান খান প্রতি সিনেমার জন্য ৬০ কোটি রুপি নিয়ে থাকেন।।।



আমির খান: বলিউডে গুনগত মানের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা অভিনেতা হলেন আমির খান,
তার জন্য আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়ে থাকে,
অভিনয়ে তার ধারেকাছে কেউ না থাকলে ও পারিশ্রমিক এর দিক থেকে উনি আছেন সালমান খান এর পরে,
আমির খান প্রতি সিনেমার জন্য ৪৫ কোটি রুপি নিয়ে থাকেন।।।



অক্ষয় কুমার: আমির খানের পরেই সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতা হলেন খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার,
অক্ষয় কুমার প্রতি সিনেমার জন্য ৪০ কোটি রুপি নিয়ে থাকেন।।।



শাহরুখ খান: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান, তাকে বলিউডের বাদশাহ বলা হয়ে থাকে,
গত কয়েক বছরে তার কোন ছবি ব্যবসায়িক ভাবে ব্যর্থ না হলেও পারিশ্রমিকের তালিকায় তিনি আছেন চার নম্বরে
শাহরুখ খান প্রতি সিনেমার জন্য ৩৫ কোটি রুপি নিয়ে থাকেন।।।



ঋত্বিক রোশন: বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া পাঁচ তারকার একজন কৃষ খ্যাত অভিনেতা ঋত্বিক রোশন। বলিউডে প্রচুর ফ্লপ সিনেমায় অভিনয় করলেও নিজের নাম ঠিকই সর্বোচ্চ ৫ পারিশ্রমিক নেয়া অভিনেতার তালিকায় লিখিয়ে রেখেছেন।
ঋত্বিক রোশন প্রতি সিনেমার জন্য ২৫ কোটি রুপি নিয়ে থাকেন।।।

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

আমরা এই পৃথিবীতে প্রতিনিয়ত ব্যস্তই থাকি, কিন্তু সফল মানুষদের মতো কিছু করার সুযোগ কেন পাই না।
আমাদের পার্থক্যটা কোথায়? তারা কি এমন করে যা আমরা করি না?

ইউ.এস.এ. তে এক গবেষণায় দেখা গেছে যে, আমরা প্রতি সপ্তাহে ৪৫ ঘণ্টা করে কাজ করি, কিন্তু এর ভেতর ১৭ ঘণ্টাই সম্পূর্ণ আন-প্রডাক্টিভ কাজ করি। কিছু কিছু ক্ষেত্রে এইটা আরও বেশি।
এই আন-প্রডাক্টিভ সময়ে আমরা এমন কিছু কাজ করি যা আমাদের ভালো কিছু দেয় না। কিন্তু এই সময়কে ভালো ভাবে কাজে লাগাতে পারলে আমরা আরও একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম।
সে যাইহোক, আজকে আমরা জানবো সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, এবং কীভাবে আমরা এই আন-প্রডাক্টিভ কাজ কমিয়ে সফল মানুষদের মত নিজেদের প্রডাক্টিভ কাজে সংযুক্ত করবো।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

সফল মানুষদের ব্যতিক্রম ৭ কাজঃ



সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

১) আগের দিন পরিকল্পনাঃ

যারা সফল মানুষ তারা তাদের কাজের প্রিয়োরিটি অনুসারে কোন কাজ কখন করবেন তার পরিকল্পনা করে রাখেন To Do লিস্ট আকারে। তারা তাদের সঠিক ম্যানেজমেন্ট করে ফেলেন। তারা সফল হয়েছে বলেই যে এটা করছে তা নয়। তারা এমন পরিকল্পনা করে কাজ করেন বলেই তারা আজ সফল। তারা যেদিন থেকে পরিকল্পনা করেছেন ভালো কিছু করবেন সেদিন থেকেই এই নিয়ম মেনে চলছেন। তারা নিজের কাজের ভেতর অন্য কিছু ভেবে রাখেন না। তারা কাজের গুরুত্ব অনুসারে না বলতে শিখেছেন। তাদের নিয়মের বাইরের কাজে তারা প্রতিনিয়ত পিছিয়ে গেছেন পরিকল্পনা করে। ভালো কাজের সাথে সময় দিছেন তাও সময় অনুসারে।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

২) প্রিয়োরিটি অনুসারে কাজ করেনঃ

সফল মানুষ আমাদের মতোই সব কাজ, ইভেন্টে থাকেন। তবে প্রিয়োরিটি অনুসারে তাদের কাজের একটি গোছানো লিস্ট আছে। তারা ভাবেন তার কোন কাজ না করলেই নয়, আর কোন কাজ অবসর সময়ে করলেও সমস্যা নয়। যেকারনে তারা আমাদের মতো সব জায়গাতেই আছেন, কিন্তু তাদের প্রয়োজনীয় কাজে তারা কখনও পিছুপা থাকেন না। কিন্তু আমরা সেটা না করে অগোছালোভাবে যেটা সামনে আসে সেটাই করতেই থাকি। সেহেতু অবশ্যই প্রিয়োরিটি অনুসারে কাজ করুন।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

৩) সময় ঘাতক ঠিক করে ফেলেনঃ

আমাদের এই যুগে সব জায়গায় সমান পদচারনা চাই। যেমন সোশ্যাল সাইট আমাদের যেমন থাকতে হবে তেমনি বিভিন্ন ব্লগ বা ফোরামে। সেই সাথে নিজের দৈনন্দিন কাজও করতে হবে ব্যবসায়িক বা চাকরির সাথে সাথে। এই সফল মানুষগুলোকে আপনি সব জায়গায়ই সমানভাবে দেখতে পাবেন। তাহলে এতোটা কীভাবে করে উঠেন তারা। কারণ তারা সময় খাদককে চিনতে ভুল করেন না। এই সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন বা ইন্টারনেট আমাদের বড় সময় খাদক। আমরা এখানে সারাদিন পার করতে পারি, যা কখনও প্রয়োজন না। সেহেতু এই সফল মানুষ জাস্ট তাদের প্রয়োজনের জন্য সবার কাছে যেতে ১/১.৩ ঘণ্টা সময় এই সব কাজে ব্যয় করেন। প্রয়োজনে একটু বেশি। কিন্তু তারা কখনও এই সময় খাদককে তাদের মূল্যবান সময় নষ্টের জন্য রাখেন না। তারা পারফেক্টলি সব কিছু নির্দিষ্ট সময় করে করে ফেলেন।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

৪) সম্পূর্ণ নির্ভুল কাজে তারা বিশ্বাসী নয়ঃ

অনেকের নিজের পছন্দমতো কাজের মূল্য বেশি দেন। যেকারনে সব সময় নিজেই সব কাজ করতে চান। কারণ নির্ভুলতার ভয়ে। কিন্তু যারা সফল মানুষ তারা জানেন সব কাজ আমি করে উঠতে পারবো না। আমাকে কিছু কাজ ছাড়তেই হবে। না হলে আমি পিছিয়ে যাবো। যেকারনে তারা টিম করে কিছু কাজ করে নেন। তাতে একটু ভুল থাকলেও। যেটা তাদের উন্নতির প্রধান সিঁড়ি হয়ে দাঁড়ায়।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

৫) মুড এবং আবেগের প্রতি নিয়ন্ত্রণঃ

কোন মানুষ আবেগের বাইরে নয়, কিন্তু সুসফল ব্যক্তিগুলার এই মুড এবং আবেগের প্রতি অগাধ নিয়ন্ত্রণ থাকে। তারা যানে যেটা ঘটার সেটা ঘটবেই। এজন্য আপসোস করে কোন লাভ নাই। নতুন করে পূর্ণ উদ্যমে শুরু করায় তার এখন দায়িত্ব। তারা নিজেদেরকে অনেক বেশি নিজের করে রাখতে পারেন। সাময়িক ক্ষতি যে সারা জীবনের জন্য নয় এটা তারা খুব সহজে বুঝতে পারেন এবং তা তা মেনে নিতে পারেন।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

৬) সঠিক কাজ এবং জীবনের ব্যালেন্সঃ

কাজ এবং জীবন একে অন্যের সাথে চলে, সেহেতু কোনটাই বাদ দেওয়া সম্ভব নয়। যারা সফল মানুষ তারা যেমন নিজের কাজকে সঠিক সময় দিচ্ছেন, তেমনি নিজের ব্যক্তিগত জীবনকেও অবহেলা করছেন না। অত্যধিক কাজ যেমন আমাদের পিছিয়ে দিতে পারে, তেমনি কম কাজ আপনাকে লক্ষ্য পূরণে ব্যর্থ করতে পারে।
সেহেতু আপনাকে সব দিকে সমান পারদর্শী হতে হবে। কোনটা ছেড়ে কোনটা নয়। এই উপলব্ধি সফল মানুষের আছে।


সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

৭) পর্যাপ্ত ঘুমানঃ

ঘুম মানুষের সুস্থ থাকার জন্য খুব প্রয়োজনীয়। পর্যাপ্ত ঘুম ছাড়া কেউ ভালোভাবে কাজ করতে পারে না। যেকারনে এই সফল মানুষ ৭-৯ ঘণ্টার যে ভালো ঘুমের প্রয়োজন তা ঠিক ভালোভাবে করে ফেলেন। পর্যাপ্ত ঘুম ছাড়া যেমন নতুন কাজে সফল হওয়া যায় না, তেমনি সুন্দর স্বাস্থ্য হওয়াও সম্ভব না।


সফল মানুষ নিয়মের বাইরে নয়, আবার জীবনটাকে রোবটও করে ফেলেন না। তারা সঠিক সময় সঠিক কাজ, সঠিক ডিসিশন এবং সঠিক নিয়ম মেনে সব কিছু করেন।

সফল মানুষরা যে সকল কাজ প্রতিদিন করে, সফল মানুষদের সাফল্যের রহস্য

আপনাকে দেখতে এই স্পেশাল গুনের কতোগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারছেন। তাহলে আপনি এগিয়ে যাবেন এটা নিঃসন্দেহে বলা যায়।
আসুন আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করি, নিজেদের উন্নতি করি, মানুষকে সেবা করি, নিজের দেশের সেবা করি।
ধন্যবাদ সবাইকে স্পেশালি আই,টি সরদার ভাইকে

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi Hotspot বানিয়ে ফেলুন

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi Hotspot বানিয়ে ফেলুন

আশা করি সবাই ভাল আছেন, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভাল আছি

টাইটেল দেখে অবাক হচ্ছেন..., না
হা, আজ আমি আপনাদের শেখাব কিভাবে আপনাদের ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi এর মাধ্যমে Wi-Fi Hotspot করা যায়.........।।।

প্রথমে, এখান থেকে এই এপসটি ডাউনলোড করে নিন,

Wi-Fi Hotspot Downoad, Button

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi Hotspot বানিয়ে ফেলুন


এখন, নিচের Screen Shot টি দেখুন এবং সেটিং গুলো Screen Shot এর মত করে নিন

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi Hotspot বানিয়ে ফেলুন


আপনার কাজটি পুরোপুরি সম্পূর্ণ হলে নিচের মত দেখাবে,

আপনার ল্যাপটপ/ডেস্কটপকে Wi-Fi Hotspot বানিয়ে ফেলুন

আপনার স্কিনটি যদি এরকম হয় তবে বুঝবেন আপনার কাজটি হয়ে গেসে............।।।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান.........।।।

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

Whatsapp এর সকল ইউজারদের জন্য Voice Calling ফিচার চালু করে দেওয়া হয়েছে

WhatsApp Logo

Whatsapp এখন শুধু ম্যাসেজিং ই থাকছে না, ম্যাসেজিং এর সাথে বহুল প্রতিক্ষীত ইন্টারনেট Voice Calling ফিচার ও চালু করে দিয়েছে শীর্ষস্থানীয় অ্যাপটি...।।

Whatsapp Voice Calling ফিচার চালু হয়েছে কিছুদিন আগে, তবে এতদিন তারা এই ফিচার পেয়েছে যারা অন্যের কাছ থেকে Voice Call পেয়েছে..., তবে এবার Whatsapp এর নতুন আপডেট এ এই ফিচার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা নেক্সট ওইয়েব।

WhatsApp Call Screen

Whatsapp এর সর্বশেষ সংস্করন 2.12.23 8
আন্ড্রইয়েডের পাশাপাশি শীঘ্রই আই. ও. এস. ডিভাইসের জন্যও ফিচারটি চালু করা হচ্ছে, আগামী মাসে আই. ও. এস. ডিভাইসের ব্যাবহাকারীরা এই সুবিধা পেতে পারেন...।।


আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন

Internet Download Manager 6.23 (IDM) এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন (Crack)


Internet Download Manager 6.23 (IDM) এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন (Crack)

বর্তমানে ইন্টারনেট আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে,
মানি আর না মানি, ইন্টারনেট ছাড়া চলা এখন প্রায় অসম্ভব।

আমরা যারা ইন্টারনেট থেকে ডাউনলোড করি তারা IDM এর সাথে পরিচিত, IDM ছাড়া অন্য কোন ডাউনলোডার দিয়ে ডাউনলোড ছিন্তা করা যায় না, আমাদের অনেকেই তো মনে করি IDM কম্পিউটারের একমাত্র ডাউনলোডার,


কথা আছে না যেখানে মজা আছে সেখানে জ্বালা ও আছে, কারন IDM প্রত্যেক কম্পিউটারের জন্য এক মাস ফ্রী দিয়ে থাকে, এর পর টাকা খরচ করে রেজিস্ট্রেশন করতে হয়।

আজকে আমি আপনাদের IDM এর একদম সর্বশেষ ভার্সন একদম ফ্রী তে দেব,
আপনারা এই লিংক থেকে Internet Download Manager 6.23 (IDM) Crack File টি ডাউনলোড করে সতর্কতার সাথে নিচের নির্দেশনা অনুসরণ করুন


  • আগে ইন্সটল করা IDM থাকলে সেটি আনইন্সটল করে দিন,
  • IDM 6.23 টি ইন্সটল করুন,
  • System trey তে IDM ওপেন থাকলে সেটি ক্লোজ করে দিন,
  • Crack ফোল্ডারে থাকা IDMan Copy করে C:\ Program Files\ Internet Download Manager ফোল্ডারে Paste করুন,
  • Key আইকনটিতে ডাবল ক্লিক করুন।

দেখুন, আপনার টি IDM registered হয়ে গেছে।

কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানান।

আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"
আরও পড়ুন