হ্যাকারদের হাত থেকে ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষা দিতে ফেসবুকে যোগ হয়েছে একটি নতুন নিরাপত্তা ফিচার। 'সিকিউরিটি চেক-আপ' নামের এই নতুন ফিচারটি শীঘ্রই সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
এই চেক-আপ ফিচারটি মূলত ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধির বিভিন্ন অপশন পপ-আপ আকারে দেখাবে। এখানে দেখানো হবে ফেসবুক ব্যবহার করে কোন কোন ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হয়েছে।
যদিও ফেসবুকে এই অপশনগুলো আগে থেকেই রয়েছে, তবে একসাথে একবারে এই অপশনগুলো পপ-আপ আকারে দেখানোর ব্যাপারটি একেবারেই নতুন।
ডেস্কটপে পপ-আপ আকারে দেখানো হলেও ফোনের ক্ষেত্রে ফিক্সড পেজ আকারে দেখানো হবে এই সিকিউরিটি চেক-আপ পেজটি।
সূত্রঃ প্রিয় ডট কম
আমার ব্লগের সকল পোষ্ট একসাথে ফেসবুকে পেতে, আমার ফেসবুক পেজে লাইক দিন,