টেক জায়ান্ট অ্যাপলের অ্যাপল ওয়াচ উন্মুক্তের পর থেকেই এর দাম ও উৎপাদন খরচ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
প্রযুক্তিপণ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইএইচএস ইনকর্পোরেটেডের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, অ্যাপল ওয়াচের তিন মডেলের মধ্যে সবচেয়ে সস্তা ৩৮ মিলিমিটারের অ্যাপল ওয়াচ স্পোর্টের বিক্রয় মূল্য ৩৪৯ মার্কিন ডলার এবং এর উৎপাদন খরচ ৮৩.৭০ মার্কিন ডলার যা বিক্রয় মূল্যের এক-চতুর্থাংশ।
আইএইচএসের তথ্য অনুযায়ী, অ্যাপল ওয়াচ স্পোর্টের সবচেয়ে দামি যন্ত্রাংশ হচ্ছে এর ১.৩৪ ইঞ্চি এলজি টাচস্ক্রিন ডিসপ্লে, যার মূল্য সাড়ে ২০ ডলার। সবচেয়ে দামি যন্ত্রাংশের তালিকায় ডিসপ্লের পরেই আছে রিস্টব্যান্ড আর প্রসেসর। আর সবচেয়ে কম দামের যন্ত্রাংশ হচ্ছে ৩.৮ ভোল্ট ব্যাটারি প্যাক, যার মূল্য এক ডলারেরও কম।
জুন মাস থেকে বিশ্বের সবদেশে অ্যাপল ওয়াচের সরবরাহ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন টিম কুক।
সূত্রঃ প্রিয় টেক
আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "BloggerSourab.Com"