ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেল

১৯৮৪ সালের আইফোন!


স্টাইলিশ ডিজাইন এবং সৃজনশীলতার জন্য অ্যাপলের স্মার্টফোন তথা আইফোনের বেশ নামডাক আছে। শুধু আইফোন নয়, অ্যাপলের প্রায় সব ধরণের ডিভাইসই বেশ স্টাইলিশ।

তবে আজ থেকে ৩০ বছর আগে যদি অ্যাপল স্মার্টফোন তৈরি করতো, তাহলে সেটি দেখতে কেমন হতো? আপনি কি কখনও ভেবে দেখেছেন? আপনি না ভাবলেও ভেবেছেন ডিজাইনার পিয়েরে ক্যারভ্যু। তিনি দেখিয়েছেন ১৯৮৪ সালে বাজারে আসলে একটি আইফোন দেখতে কেমন হতো।

তার মতে, এটি দেখতে হতো অনেকটা আইপড ক্ল্যাসিকের মতো, থাকতো রাউন্ড ডায়াল, সাথে মনোক্রোম ডিসপ্লে।


সূত্রঃ প্রিয় ডট কম

আমার ব্লগের সকল পোষ্ট একসাথে ফেসবুকে পেতে, আমার ফেসবুক পেজে লাইক দিন,
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »

Thanks for your comment