আমি অনেক ল্যাপটপে সেটআপ দিয়ে দেখি তাদের ল্যাপটপ ওয়াইফাই সাপোর্ট না, কিন্তু তারা চায় ওয়াফাই দিয়ে নেট চালাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই সফট এবং Apps দিয়ে আপনি ওয়াফাই ছাড়া ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যিনি ল্যাপটপে ওয়াইফাই ছিল না তিনি এখন এই নিয়মে নেট চালায় এভাবে যাদের ওয়াইফাই চলে না বা নষ্ট তাদের জন্য অনেক কাজের আজকের টিউনটি।
তাহলে আসুন শুরু করা যাক আজকের টিউন টি।
প্রথমে এখান থেকে আপনার কম্পিউটার এর জন্য এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য Apps টি ডাউনলোড করে নিন।
তারপর চালু করুন।
আপনার মডেলটি অনুযায়ী সিলেক্ট করে Ok ক্লক করুন।
এবার Skip USB লেখা আসলে আপনার সেটটি কেবল এর সাহায্যে পিসির সাথে সংযুক্ত করুন।
এবার আপনার উপরের থেকে ডাউনলোড করার Android ফোন এর জন্য apps টি চালু করুন।
নিচের মত করে নিন।
তারপর পিসির টা চালু করুন । নিচের মত Connect দিয়ে ইন্টারনেট চালান কোন প্রকার সমস্যা ছাড়া।
ভাল লাগলে টিউমেন্ট করবেন।
আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
Full Credit: Hossain Mohammad
আমার সকল পোষ্টের আপডেট পেতে আমার ফেসবুক পেজ এ লাইক দিন,
ফেসবুকে আমি "ব্লগার সৌরভ"