ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেল

ভুল করে গ্যালাক্সি এস৬ অ্যাক্টিভ-এর তথ্য প্রকাশ করল স্যামসাং



বেশ কিছুদিন ধরেই স্যামসাং গ্যালাক্সি এস৬ অ্যাক্টিভ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এতদিন ধরে স্যামসাং স্মার্টফোনটির তথ্য গোপন রাখলেও এবার ভুল করে নিজেদের ওয়েবসাইটেই স্মার্টফোনটির ছবি প্রকাশ করেছে স্যামসাং।

স্যামসাংয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল স্মার্টফোনটির ইউজার ম্যানুয়াল এবং সাথে বেশ কিছু ছবি। তবে পরবর্তীতে এগুলো অপসারণ করা হয়।

স্যামসাংয়ের এই স্মার্টফোনে থাকতে পারে ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে, এক্সাইনোস প্রসেসর, ৩২ জিবি স্টোরেজ, ২৫৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা প্রভৃতি। তবে এর বড় চমক হবে পানির নিচে ছবি তোলার ফিচারটি। ধুলাবালি এবং পানিরোধি এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড ললিপপে।



সূত্রঃ প্রিয় টেক

আমার সকল পোস্ট এর ফেসবুক আপডেট পেতে আমার ফেসবুক পেজে লাইক দিন,
আমার ফেসবুক পেজঃ ব্লগার সৌরভ ডট কম
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »

Thanks for your comment